১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল -

২০২৬ সালে বাজারে আসতে পারে অ্যাপলের ফোল্ডেবল আইফোন। দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের ফোনে যেভাবে বইয়ের মতো করে ভাঁজ করা যায়, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনে সেরকম বড় আকারের ডিসপ্লে থাকবে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের বড় ডিসপ্লের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপলও গ্রাহকদের আগ্রহের কথা বিবেচনা করে বড় ডিসপ্লের দিকেই ঝুঁকবে।
দুর্দান্ত নকশা ও সফটওয়্যার অভিজ্ঞতার কারণে অ্যাপল বরাবরই প্রশংসিত। বিশ্লেষকরা মনে করছেন, বড় ডিসপ্লের ফোল্ডেবল ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নকশা ও সফটওয়্যার ফিচারে মুনশিয়ানা দেখাতে পারবে। এর মাধ্যমে বর্তমানে বাজারে পাওয়া ফোল্ডেবল ফোনগুলোর চেয়েও ভালো অভিজ্ঞতা দেয়ার সুযোগ রয়েছে অ্যাপলের। তাছাড়া ফোল্ডেবল ফোনের দাম বেশি হওয়ায় প্রতিষ্ঠানের আয় ও মুনাফাতেও অবদান রাখতে পারবে।
ফোল্ডেবল স্মার্টফোন বাজারে অ্যাপল ঠিক কোনো সময় প্রবেশ করবে তা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কয়েক বছরে বাজারটিতে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা গেলেও ২০২৩ ও ২০২৪ সাল ছিল কিছুটা ধীরগতির। সেজন্য অ্যাপলের আগমন বাজারে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। এতে নতুন গ্রাহক আকৃষ্ট হতে পারে। পাশাপাশি নতুন ধারণা ও উদ্ভাবনকেও উৎসাহিত করতে পারে।
বর্তমানে ফোল্ডেবল ফোনবাজারের নেতৃত্বে রয়েছে স্যামসাং, গুগল, শ্ওামি ও হুয়াওয়ে। প্রতিটি ব্র্যান্ড নিয়মিত চেষ্টা করে যাচ্ছে ফিচার আরো সমৃদ্ধ করতে। তবে বাজার জনপ্রিয়তায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দাম। ফোনগুলোর দাম বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা এখনো আগ্রহ দেখাচ্ছেন না।
ফোল্ডেবল ফোন ছাড়াও আগামী বছর আসতে যাচ্ছে আইফোন ১৭ সিরিজ। এতে থাকবে বহুল প্রত্যাশিত আইফোন ১৭ এয়ার। বিভিন্ন সূত্র বলছে, ফোনটি হবে সবচেয়ে পাতলা আইফোন, যা স্লিক ও মডার্ন ডিজাইনের নতুন অধ্যায় শুরু করবে।
এদিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে বড় কোম্পানিগুলো নতুন ট্রাই-ফোল্ড ডিজাইনের দিকে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে চীনের হুয়াওয়ে মেট এক্সটি আলটিমেট এডিশন নামে বিশ্বের প্রথম টাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনে।
এর পরই অ্যাপল ট্রিপল-ফোল্ডিং আইফোন নিয়ে কাজ করছে বলে গুঞ্জন ওঠে। ছোট ডিভাইসে বড় পর্দা, হিঞ্জ মেকানিজমের অগ্রগতি, ফাইভজি নেটওয়ার্কের বিস্তার ও গবেষণা এবং উন্নয়নে বেশি বিনিয়োগের কারণে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা বাড়ছে।
সম্প্রতি ডিজিটাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ডিভাইসটি আইফোন হবে না। অ্যাপল কমপক্ষে পাঁচ বছর ধরে তাদেও প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে। এটি ফোল্ডেবল আইফোনের পরিবর্তে বড় ডিভাইস হতে পারে। অর্থাৎ, অ্যাপল সম্ভবত ট্যাবলেট বা নোটবুকের সঙ্গে ফোল্ডেবল বিভাগে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে।
ডিজিটাইমস অ্যাপলের ফোল্ডেবলকে শুধু একটি বড় ডিভাইস হিসেবে উল্লেখ করেছে। তাই এটি আইপ্যাড লাইনআপের অংশ নাকি সম্পূর্ণ নতুন পণ্য বিভাগের অংশ তা এখনই বলা সম্ভব নয়। অ্যাপল ফোল্ডেবল ডিভাইসের ওপর তাদের কাজ স্থগিত করেনি। এটি আরও নিশ্চিত করে যে, স্ক্রিনের সমস্যাগুলোর কারণে বিকাশ প্রক্রিয়ায় বিরতি দেওয়ার এবং ভিশন প্রো টিমকে একটি ফোল্ডেবল প্রজেক্টে স্থানান্তরিত করার বিষয়ে আগের প্রতিবেদনগুলো যা বলেছে, তার সত্যতা রেয়েছ।


আরো সংবাদ



premium cement